English to Bengali: Pamphlet - Organ Donation. General field: Social Sciences Detailed field: Medical (general) | |
Source text - English What is Organ Donation?
Organ donation is the gift of an organ, tissue or cell to help someone who has a failing organ, tissue or cell that needs to be replaced. Organs that can be transplanted include kidney, heart, lung, pancreas, liver and intestine as well as tissues like cornea, skin and bone or cells like stem cell. Donation can save the health and life of the Human Beings. Organ donation could save a loved one in living donation and save many lives in donation after death.
Types of Organ Donation
• Deceased Donation (Donation after Death).
• Living Donation.
| Translation - Bengali অঙ্গদান কি?
কারো যদি কোনো অঙ্গ, দেহকলা (টীস্যু), অথবা দেহকোষ (সেল) কাজ না করে এবং বদলের অথবা প্রতিস্থাপনের প্রয়োজন হয়, তাকে সেই অঙ্গ, কলা বা কোষ দান করাকে বলে অঙ্গদান ৷ যে যে অঙ্গ প্রতিস্থাপন করা যায়, তার মধ্যে প্রধানগুলি হল মুত্রাশয় (কিডনি), হৃৎপিণ্ড (হার্ট), ফুসফুস (লাঙ্গ), অগ্ন্যাশয় (প্যানকৃয়াস), যকৃত (লিভার) এবং অন্ত্র (ইন্টেস্টাইন) ৷ প্রতিস্থাপনযোগ্য টিস্যুগুলি হল অচ্ছোদপটল বা চোখের তারার স্বচ্ছ আবরন (কর্নীয়া), চামড়া বা ত্বক এবং হাড়; দেহকোষের মধ্যে প্রধান হল স্টেম সেল ৷ অঙ্গদান মানুষের স্বাস্থ্য এবং জীবন ফিরিয়ে দিতে পারে ৷ জীবিত অবস্থায় অঙ্গদান কোনো প্রিয়জনের জীবন বাঁচাতে পারে এবং মৃত্যুর পরের অঙ্গদান অনেক লোকের জীবন বাঁচাতে পারে ৷
বিভিন্ন ধরনের অঙ্গদান
• মরনোত্তর (মৃত্যুর পর) অঙ্গদান ৷
• জীবিতাবস্থায় অঙ্গদান ৷
|